Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ময়মনসিংহ পাওয়ার ষ্টেশন
স্থান

৬নং চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর কালীবাড়ী গ্রামে ব্রহ্মপুত্র নদের পার্শে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

ময়মনসিংহ সদর উপজেলা হতে সরাসরি মোটর সাইকেল, রিকসা, জীপ, বাস, সাইকেল, অটো টেম্পু ও সি.এন.জি যোগে যাওয়া যায়।

যোগাযোগ
বিস্তারিত

কোম্পানী পরিচিতি

দেশের বিদ্যুৎ সংকট নিরসনের লক্ষ্যে রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (আরপিসিএল) ৩১ ডিসেম্বর, ১৯৯৪ খ্রিঃ তারিখে যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের নিবন্ধক এর দপ্তর হতে একটি পাবলিক লিমিটেড কোম্পানী হিসেবে নিবন্ধিত হয়। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবোর্ড) এবং ০৫ (পাঁচ) টি পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) আরপিসিএল এর উদ্যোক্তা। পরবর্তীতে পর্যায়ক্রমে আরো ০৮ (আট) টি পবিস অংশীদারিত্ব লাভ করায়, বর্তমানে মোট ১৩ (তের) টি পবিস এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবোর্ড) আরপিসিএল এর শেয়ারহোল্ডার। কোম্পানী বর্তমানে উহার মালিকানাধীন ০৩ (তিন) টি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ২৮৭ মেঃওঃ এবং যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বিপিডিবি-আরপিসিএল পাওয়ারজেন লিমিটেড এর কড্ডাস্থ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মাধ্যমে ১৫০ মেঃওঃ বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রীডে সরবরাহ করে আসছে। বছরের পর বছর ধরে আরপিসিএল নতুন প্রকল্প বাস্তবায়ন, বিদ্যুৎ কেন্দ্র পরিচালণ ও রক্ষণাবেক্ষনে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে।

কোম্পানীর ভিশন, মিশন ও মুল্যবোধ

 

কোম্পানীর ভিশন:

নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের পল্লী অঞ্চলের (জনগোষ্ঠীর) আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করণসহ অত্র অঞ্চলে একটি  অনুকরণীয় আর্দশ (ৎড়ষব সড়ফবষ) বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আতœপ্রকাশ করা ।

কোম্পানীর মিশন:

  • প্র্রকল্প বাস্তবায়ন, গুণগতমান, নির্ভরযোগ্যতা, নিরাপত্তা এবং পরিচালন দক্ষতায় শ্রেষ্ঠত্ব অর্জন।
  • উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে আতœপ্রকাশ করা।
  • এমন একটি কোম্পানী হিসেবে আত্মপ্রকাশ করা, যা এর স্টেকহোল্ডারদের মর্যাদা বৃদ্ধি করে।
  • নিরলসভাবে নতুন সুযোগের অন্বেষন করা, বিদ্যুৎ উৎপাদন খাতে এককভাবে নয় বরং সম্মিলিতভাবে কাজ করা।
  • ধারাবাহিকভাবে প্রতিযোগিতামূলক উৎকর্ষতা অর্জন এবং অধিকতর মুনাফা প্রদান।
  • জাতি গঠনে অংশীদার হওয়া এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা।
  • স্টেকহোল্ডারদের প্রত্যাশার অধিক বিশ্বাস ও আস্থা অর্জন।
  • সকল কর্মকান্ড এবং লেনদেন-এ আস্থা, সততা এবং স্বচ্ছতা’র (পরিচালন) নীতি সমূহ সমুন্নত রাখা।

মূল্যবোধ:

নিরাপত্তা:

নিরাপত্তা এমন একটি মহা-মূল্যবোধ যার উপর অন্য কোন ব্যবসায়িক উদ্দেশ্য অগ্রাধিকার পেতে পারে না।

যত্ন:

অংশীজনের-আমাদের পরিবেশ, ভোক্তা এবং মালিকানার অংশীদার-বিদ্যমান এবং সম্ভাব্য, আমাদের জনগোষ্ঠি ও জনগন (আমাদের কর্মচারী ও অংশীদার) সকলের প্রতি আমরা যতœবান।

সম্মান:

সকল অংশীজনের সাথে সম্মান ও মর্যাদপূর্ণ আচরণ করা।

নৈতিকতা:

সততা ও পারস্পরিক আস্থা অর্জনের মাধ্যমে নৈতিকতার সর্বোচ্চ প্রশংসিত মান অর্জন।

অধ্যবসায়:

সম্যক অবহিত হয়ে সবকিছু (লক্ষ্য স্থিরকরণ, কর্ম-নির্ধারণ, বিশ্লেষন, পর্যালোচনা, পরিকল্পনা এবং ঝুঁকি প্রশমন ইত্যাদি) করা, যা সকল ক্ষেত্রে বিশেষতঃ পরিচালন, বাস্তবায়ন এবং প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে মান ও শ্রেষ্ঠত্ব বজায় রাখে।

প্রকল্পের নাম

ময়মনসিংহ ২১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র

প্রকল্প ব্যয়

প্রথম পর্যায় : ২২১.২৯ কোটি টাকা
প্রথম পর্যায় : ২২১.২৯ কোটি টাকা
৩য় পর্যায় : ১০৬৪.৬০ কোটি টাকা

অর্থায়ন :

ক) প্রথম পর্যায় : এডিবি, আরপিসিএল
দ্বিতীয় পর্যায় : আরপিসিএল
তৃতীয় পর্যায় : আরপিসিএল

গ্যাস ও ষ্টীম টারবাইনের মডেল ও প্রস্তুতকারী :

Phase-1: 2x35MW Gas Turbines (GEEPE, France, PG6551B)
Phase-2 : 2x35MW Gas Turbines (GEEPE, France, PG 6561B)
Phase-3 : 1x70MW Steam Turbines (Siemens, Germany, NK90.32)

উৎপাদন ক্ষমতা :

২১০ (২X৩৫+ ২X৩৫+ ১X৭০) মেঃওঃ

জ্বালানীর ধরন :

গ্যাস

প্রকল্পের কাজ শুরু :

১৯৯৭ খ্রিঃ

বানিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের তারিখ :

১৪ এপ্রিল,২০০১ (১৪০ মেঃওঃ গ্যাস টারবাইন)
১৯ জুলাই,২০০৭ (৭০ মেঃওঃ ষ্টিম টারবাইন)

বিদ্যুৎ ক্রয়কারী :

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বিদ্যুৎ ক্রয়চুক্তির মেয়াদ :

২২ বছর