Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার-ভূমি অফিস।

ভুমি অফিসের সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার 

(CITIZEN CHARTER)

রেকর্ড হালকরণঃ-

১। ভূমি নামপত্তনের মাধ্যমে খতিয়ান সংশোধন।

২। পি, ও ৯৬/৭২ ও পি,ও ৯৮/৭২ এর প্রয়োগ।

৩। ভূমির শ্রেনী পরিবর্তন।

৪। লা-ওয়ারিশ সম্পত্তির ব্যবস্থাপনা।

৫। সিকস্থি, পয়স্থি জমির ব্যবস্থাপনা এবং রেকর্ড হালকরণ।

৬। এল,টি নোটিশের ভিত্তিতে নামপত্তন।

খাস জমি ব্যবস্থাপনাঃ-

১।খাস জমি চিহ্নিতকরণ।

২। খাস জমি উদ্ধারের পদক্ষেপ গ্রহণ।

৩। খাস জমি একসনা/দীর্ঘ মেয়াদী বন্দোবস্ত ।

৪। ভূমিহীনদের মধ্যে খাস জমি বিতরণ।

৫। আবাসন, আশ্রায়ন, আদর্শগ্রাম, গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন।

৬। পরিত্যক্ত নদী/জলাশয় তদারকী, সীমানা নির্ধারণ এবং তালিকা হালনাগাদকরণ।

ভূমি উন্নয়ন কর ধার্য  আদায়ঃ-

১। জনগণ ও সংস্থার ভূমি উন্নয়ন করের বকেয়া হালদাবী নির্ধারণ ও আদায়

২। দাবী আদায়ের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও আদায় নিশ্চিতকরণ।

রেন্ট সার্টিফিকেট কার্যক্রমঃ-

১।সার্টিফিকেট অফিসারের দায়িত্ব পালন।

২। ভূমি উন্নয়ন কর খেলাপীদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের ও আদায়।

৩। সার্টিফিকেট সংক্রান্ত অন্যান্য পদক্ষেপ গ্রহণ।

৪। সার্টিফিকেট কেস (নিলাম বিক্রয়) সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ।

হাট বাজারঃ-

১। হাট বাজারের তালিকা সংরক্ষণ ও হাল নাগাদকরণ

২। হাট বাজারের পেরিফেরী নির্দ্ধারণ ও পুনঃ নির্দ্ধারণ

৩। তোহা বাজার ও চান্দিনা ভিটির সীমানা নির্ধারণ।

৪। হাট বাজার ইজারা প্রদানে সহায়তা ও ইজারার মূল্য নোটকরণ।

৫। অবৈধ দখলদারের উচ্ছেদ/অবৈধ দখলরোধ।

৬। অবলুপ্ত হাটবাজারের তালিকা সংরক্ষণ।

অর্পিত সম্পত্তিঃ-

১। সেন্সাস তালিকা, অর্পিত সম্পত্তি সংক্রান্ত গেজেটের কপি এবং অর্পিত কেইস এর তপশীলসহ তালিকা সংরক্ষণ।

২। অবৈধ দখল উচ্ছেদ ও ইজারা প্রদান।

৩। অর্পিত সম্পত্তির ইজারা প্রদান, অর্থ আদায় ও ব্যবস্থাপনা।

জলমহাল ব্যবস্থাপনাঃ-

১। উন্মুক্ত -বদ্ধ সকল জলমহালের সঠিক ও হালনাগাদ তালিকা প্রনয়ণ ও বিবরণ প্রস্ত্ততকরণ।

২। ২০ একরের নিম্নের জলমহালের ইজারা প্রদান ও অর্থ আদায়।

দেওয়ানী মোকদ্দমাঃ-

১। সকল প্রকার সরকারী সম্পত্তি রক্ষার্থে/দেওয়ানী/ফৌজদারী মোকদ্দমা দায়ের।

২। সরকারী খাস, অর্পিত, পরিত্যক্ত/অন্যান্য প্রক্রিয়ায় অর্জিত সরকারী সম্পত্তিসম্পর্কিত দেওয়ানী মোকদ্দমা তদারকী।

৩। দেওয়ানী মোকদ্দমার প্রেক্ষিতে ইউনিয়ন ভুমি অফিস হতে তথ্য সংগ্রহপূর্বক জেলা প্রশাসকের দপ্তরে প্রেরণ।